Join Us

হাবলুদের আড্ডা উইথ ঝংকার মাহবুব

হাবলুদের আড্ডা উইথ ঝংকার মাহবুব

Days
Hours
Minutes
Seconds

সংখ্যা পদ্ধতি বড়ই সৌন্দর্য! একজন প্রোগ্রামার তার ছোট বাচ্চাকে ১+১=? জিজ্ঞেস করে উত্তর ২ আসার পর বউয়ের দিকে আড়চোখে তাকান কিনা কিংবা নিজের উপর তার সন্দেহ সৃষ্টি হয় কিনা তা আমরা জানতে না পারলেও কয়েক ঘন্টার প্রোগ্রামিং এর পর কম্পাইলেশন এরর কিংবা একটি মাত্র ‘;’ এর জন্যে রাতভর ডিবাগ করার গল্প আমাদের চারপাশে হর-হামেশাই চোখে পড়ে৷ ‘{‘ এর ঝামেলায় পড়ে, নতুন করে আবার কোড করা তো অলিখিত সত্যবচন।
 

জব, ফিউচার, ক্যারিয়ার, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর চিন্তায় যখন আপনি-আমি ক্লান্ত, ঠিক তখন ইউআইইউ কম্পিউটার ক্লাব এবং ইউআইইউ রোবোটিকস ক্লাবের প্রযোজনায় আয়োজন করা হয়েছে, “হাবলুদের আড্ডা”। আর এই প্রথম ইউআইইউতে, ইউআইইউ কম্পিউটার ক্লাব ও ইউআইইউ রোবটিকস ক্লাবের নিমন্ত্রণে আসছেন আমাদের সবার প্রিয় ব্যাক্তিত্ব, প্রিয় মুখ, “ঝংকার মাহবুব” ভাইয়া। বলা যায়, আপনার দেহের অবচেতন প্রাণ যে সুধার অপেক্ষায়, সে সুধায় ক্লান্ত প্রাণের জং ছাড়িয়ে হাস্যরস, কৌতুকে ভরিয়ে তুলতে চাইলে এখনি রেজিষ্ট্রেশন করুন।

 

ক্রাশের কথা ভুলে পড়াশুনায় ব্যস্ত থেকে ক্রাশকে অন্যজনের সাথে রিলেশনে দেখলে কখনো কি বুকের চিনচিনে ব্যথা বেড়ে গিয়ে, প্রাণনাশের হুমকি হয়ে যায়? এন্টাসিড, পেনটোনিক্স, সেকলো ইত্যাদি-ইত্যাদি পকেটে রাখুন। সিজি কম? বাড়ে না কোনো ভাবেই? হতাশা, অপ্রাপ্তির ভীড়ে, মনের কোণে কি কখনো ভীড় করে, কেনো শুধুই আমি?

তবে এখনি ইউটিউবে ঝংকার মাহবুব ভাইয়ার ভিডিও দেখতে বসে যান আর রেজিষ্ট্রেশন করুন ১১ তারিখের সেশনে, খুব শীঘ্রই দেখা হচ্ছে, হাসি তামাশা হবে প্রাণ খুলে